বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরব থাকা সচিবালয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গতকাল সচিবালয় একালা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। গতকাল বেলা ১২টার দিকে সচিবালয়ের সামনের সড়কে গিয়ে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। সচিবালয়ের সামনে আবদুল গণি সড়কে যান চলাচল সীমিত রয়েছে। রেল ভবন থেকে গুলিস্তানের দিকে যেতে সচিবালয়ের সামনের সড়কে সেনাবাহিনীর একটি এপিসি (সাঁজোয়া যান) রাখা আছে। সচিবালয়ের প্রধান ফটকে সেনা ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একটু এগিয়ে গেলে কয়েকটি গাড়ি নিয়ে র্যাব সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সেখানেও এপিসি নিয়ে সেনাসদস্যরা রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ রবিবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে বলেন, সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা) আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হলো।