মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনে খেলাফত মজলিস নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন কার্যালয় পরিদর্শন করেছেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমীসহ ১০ সদস্যের প্রতিনিধি দল আসেন। এ সময় প্রতিনিধি দলকে ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের স্বাগত জানান। মাওলানা আহমদ আলী কাশেমী ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার ও জনগণের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা। বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার বিষয়টি আমাদের কাম্য নয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফউদ্দিন আহমেদ খন্দকার, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মুফতি ওসমান আশরাফী, উত্তরের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক  প্রমুখ।, উত্তরের সাংস্কৃতিক সম্পাদক মাওলা কাওছার আহমদ সোহাইল ও অফিস সম্পাদক মাওলানা আবু সালেহ উল্লেখ্য, গত ১৯ আগস্ট সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলা করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর