বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাদের হাজির করে এ মামলায় ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেন। এর আগে ফারজানা রূপা ও শাকিল গার্মেন্টকর্মী ফজলুল হত্যা মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন।
গতকাল তাদের এ রিমান্ড শেষ হওয়ায় রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনপূর্বক ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। ফারজানা রূপা ও শাকিলের আইনজীবীরা আদালতে বলেন, তারা দুজনই মামলায় উল্লিখিত হত্যাকান্ডের দিন টেলিভিশনের অফিসে ছিলেন। তারা এ ঘটনায় জড়িত নন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা শেখ হাসিনা সরকারকে উসকানি দিয়ে এ হত্যাকান্ডে মদত দিয়েছেন। তাই তাদের রিমান্ডে না নিলে শহীদদের আত্মা শান্তি পাবে না।
গত বুধবার শাকিল ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। এরপর ২২ আগস্ট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।