বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সমন্বয়ক হাসিবুল ইসলাম

ভারত বাঁধ খোলায় মানুষ মরে এটি প্রাকৃতিক দুর্যোগ নয়

নিজস্ব প্রতিবেদক

ভারতের বিভিন্ন রাজ্যের বাঁধ খুলে দিলে সেই আকস্মিক পানিতে মানুষ মরলে, তা আর প্রাকৃতিক দুর্যোগ থাকে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম। তিনি বলেন, ভারত বাঁধ ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে সেটিকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেওয়াটা ভুল হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বিষয়টি আরও স্পষ্ট করে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যে বিষয়টি সত্য, সেটি যেন আমাদের জনগণের সামনে তুলে ধরা হয়। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সমন্বয়ক লুৎফর রহমা জানান, গত ছয় দিনে আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৯০ টাকা। বিকাশ, নগদ, রকেটের জমা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা, এটি আরও বেশি হবে। যে পরিমাণ ত্রাণ আসছে সেগুলো আমরা প্যাকেজিং হওয়ার পর সারা দেশের বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছি।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, এখন একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের দেশে একটি জাতীয় সংকট চলমান আছে। এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষার্থীরা গত ছয় দিন ধরে ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর