বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। এ সময় হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কিশোরগঞ্জ : বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাওরাঞ্চলের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ গতকাল বাজিতপুর পৌরশহরের আলোছায়া মোড়ে এ কর্মসূচি পালন করে। পরে পুনর্বিন্যাশ পাঠাগার মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের হাওরাঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার, সাংবাদিক খন্দকার মাহবুবুর রহমান, হোসেন মাহাবুব কামাল, মো. খলিলুর রহমান, মো. জসিম উদ্দিন, সাব্বির হোসেন মনি, আবদুস সলিম প্রমুখ। পাবনা : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে বাংলানিউজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতিন খান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক আবদুল হামিদ খান, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি আহমেদুল হক রানা, বাংলাদেশ সংবাদ সংস্থার রফিকুল ইসলাম সুইট, আরটিভির আবুল কালাম আজাদ, যমুনা টিভির কলিট তালুকদার, দেশ রূপান্তর ও এটিএন নিউজের রিজভী রাইসুল ইসলাম জয়, কালের কণ্ঠের প্রবির সাহা, দীপ্ত টিভির সামসুল আলম, দিনকালের খালেদ হোসেন, পরাগ হোসেন, পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মামুনসহ আরও অনেকে।

চাঁপাইনবাবগঞ্জ : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ সাংবাদিক মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি সান প্রতিনিধি কামাল সুকরানা, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, মানব জমিন প্রতিনিধি ইমরান আলী, কালের কণ্ঠের প্রতিনিধি আহসান হাবিব, সুজনের উপজেলা সভাপতি ও বাংলা নিউজের প্রতিনিধি এ কে এস রোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বসরী সোহান, সিনিয়র সাংবাদিক আমিনুল হক সোনা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম রানা, সাংবাদিক শরিফুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর