বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
দুর্নীতির অভিযোগ

সাবেক তিন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

সাবেক তিন এমপির নানা অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার, রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুর রহমান এবং গাইবান্ধা-৪-এর সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ। গতকাল দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদক জানায়, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে। রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর