ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তের হামলার ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং মানববন্ধন চলছেই। এসব কর্মসূচি থেকে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
পিরোজপুর : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুর ঘটনার প্রতিবাদে গতকালও পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের প্রেস ক্লাব রোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের অয়োজন করেন স্থানীয় সাংবাদিকরা। কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শিরিনা আফরোজের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার জহুরুল হক টিটু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ মোস্তফা, সাবেক সহসভাপতি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, সহসভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, সহসভাপতি ও দৈনিক তথ্য দর্পণের নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা। এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউল হক, মশিউর রহমান রাহাদ, মাহামুদুর রহমান মাসুদ, তামিম সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
রাজবাড়ী : গতকাল বেলা ১১টায় রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে সমাবেশে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রেস ক্লাবের সহসভাপতি ও বাংলানিউজের প্রতিনিধি কাজী আবদুুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সময় টিভির প্রতিনিধি মো. আশিকুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি মিঠুন গোস্বামী, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন, চ্যালেন ২৪ এর প্রতিনিধি সুমন বিশ্বাস বক্তব্য রাখেন। মানববন্ধনে ডেইলি সানের রাজবাড়ীর প্রতিনিধি মেহেদী হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহম্মেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, দৈনিক মাতৃকণ্ঠের চিফ রিপোর্টার আসহাবুল ইয়মিন রয়েন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, ভোরের কাজগের প্রতিনিধি মিলন মিয়া, মাতৃকণ্ঠের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মঈনুল হক মৃধা, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিক হাসান, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক নয়া কণ্ঠের প্রতিনিধি কৃষ্ণ সরকার, সাংবাদিক সুজন বিষ্ণু, শিনান আহম্মেদ শুভ, ইমদাদুল হক রানাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।রংপুর : রংপুরে প্রতিবাদ সমাবেশ ও সভা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে রংপুরের কর্মরত সব সাংবাদিকবৃন্দ ব্য্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রংপুর প্রেস ক্লাব, রিপোর্টস ক্লাব রংপুর. রংপুর রিপোর্টার ক্লাব, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিশেন রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। নিউজ-২৪ এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সিদ্দিকুর রহমান, বাংলাভিশনের রংপুর ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন প্রমুখ। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, কালের কণ্ঠের ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা।
নাটোর : ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের ওপর হামলার প্রতিবাদে নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে ইউনাইটেড প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর সুবিধ কুমার মৈত্র, লাঠি বাঁশির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ এববং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি আবদুুর রাজ্জাক, ইউনাইটেড প্রেস ক্লাবের সহসভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম, সাংবাদিক গোলাম মোস্তফা, সুফি মোহাম্মাদ সান্টু, নাইমুর রহমান, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা, গুরুদাসপুর চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস, শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত প্রমুখ।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল দুপুরে শহীদ রফিক সড়কে অবস্থিত মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সংবাদকর্মীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন, সিংগাইর উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাজিদুর রহমান রাসেলসহ অনেকে।
লক্ষ্মীপুর : হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জহির উদ্দিন, মীর ফরহাদ হোসেন সুমন, কাজল কায়েস, জহিরুল ইসলাম, আজিজুর রহমান আজম, সানা উল্লাহ সানু, রবিউল ইসলাম খান, রেজাউল করিম পারভেজ, নিজাম উদ্দিন ও রেজাউল করিম সুমন প্রমুখ।
লালমনিরহাট : লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বিকালে হাতীবান্ধা প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাটগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ইফতেখার আহমেদেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক, কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, যুগান্তরের মিজানুর রহমান দুলাল, মানবকণ্ঠের আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, নিউজ টোয়েন্টিফোর টিভির রবিউল হাসান, মোহনা টিভির সুমন খান প্রমুখ।