বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনালি ব্যাগ পরিবেশবান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। এ ব্যাগ অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগ দেশের পাটের স্বর্ণ যুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সোনালি ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খান। পরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। সোনালি ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার হাতে সোনালি ব্যাগ তুলে দেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৬ সালে মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এ ব্যাগ তৈরি করেন।