সেশনজট কমিয়ে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্লাস শুরুর দাবিতে মিছিল করেন। এ সময় তারা পুরো ক্যাম্পাস ঘুরে রেজিস্ট্রার অফিসে যেয়ে মিছিল সমাপ্ত করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা আজকের মধ্যেই ক্লাস শুরুর নোটিস দেওয়ার আলটিমেটাম দিয়েছি। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। এখন অধিকাংশ সিদ্ধান্ত নেওয়ার পদগুলো ফাঁকা থাকায় সম্ভব হচ্ছে না। গতকালও আমি মন্ত্রণালয়ে গিয়েছি দ্রুত একাডেমিক বিষয় চালু করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আশা করছি দ্রুত ভালো কিছু হবে।
বিক্ষোভের বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, এর আগেও আমরা স্যারদের সঙ্গে ক্লাস শুরুর ব্যাপারে কথা বলেছি।