বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অনেক প্রত্যাশা সরকারের কাছে : সুইস রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের কাছে সবার অনেক প্রত্যাশা বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।’ গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেন রেতো রিংলি। এ সময় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন।

সর্বশেষ খবর