শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে : খসরু

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে : খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র ও জ্বালানি ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মধ্যে দুই দেশের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ প্রত্যেকটি বিষয় আলোচনায় স্থান পেয়েছে। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান ও ভবিষ্যতে এই সম্পর্কের বিষয়ে আমরা কী চিন্তা করছি। পরিষ্কার করে বলা হয়েছে যে, বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। বিশেষ কোনো দেশ, আলাদা আলাদা করে ডেকে এনে নয় সবার সঙ্গে সম্পর্ক থাকবে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তার সঙ্গে আলাপের বিষয়ে খসরু বলেন, ‘তাকে বলা হয়েছে, এই মুহূর্তে আমরা ক্ষমতায় নেই। বিএনপি ক্ষমতায় এলে তখন এ বিষয়ে আলোচনা হতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর