শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ব্যাংকটির পর্ষদ বাতিলের পাশাপাশি তিনজন উদ্যোক্তা পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের পর্ষদ থেকে বাদ পড়েছেন নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। এতদিন তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী নাছরিন ইসলাম ছিলেন ব্যাংকটির পরিচালক। এর আগে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদও হারান ব্যাংকটিতে তিনি। গতকাল এ বিষয়ে এক্সিম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের আদেশে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ-এর পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য তিনজন উদ্যোক্তা পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোক্তা পরিচালক নিয়োগ করা হয়েছে শেয়ার হোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহাকে। এ ছাড়া নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউনটেন্ট খন্দকার মামুন এফসিএ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর