মিডিয়ায় হামলা মানেই গণতন্ত্রের অভিযাত্রায় বাধা সৃষ্টি করা। স্বাধীন সাংবাদিকতায় যারা বাধা সৃষ্টি করছে, তারা রাষ্ট্রের অগ্রযাত্রাকে পেছনে টেনে আনতে চাইছে। রাষ্ট্রের সংস্কার তারা চায় না বলেই আজ দুর্বৃত্তরা মিডিয়ায় নির্বিচারে হামলা চালাচ্ছে। করছে দখলবাজি, চাঁদাবাজি। ঘটাচ্ছে মানুষ হত্যার মতো নিকৃষ্ট ঘটনা। তাই সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে ইস্পাতের মতো। একই সঙ্গে ঘটনায় জড়িতদের করতে হবে রাষ্ট্রীয় আইনে বিচার। দেশে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। গতকাল সকালে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে সৈয়দপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শহরের সিটি সেন্টারে আয়োজিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় টিভির স্টাফ রিপোর্টার ও সৈয়দপুর প্রেস কাবের সাবেক সভাপতির সভাপতিত্বে কালের কণ্ঠের সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সৈয়দপুর প্রতিনিধি জিকরুল হক, এখন টিভির আমিরুল বাপ্পি, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক অধ্যাপক শওকত হায়াৎ শাহ, নীলফামারী চিত্র পত্রিকার হাজী মকসুদ আলম, প্রথম আলোর এম আর আলম ঝন্টু, মানবজমিনের এম এ করিম, দৈনিক আজকের পত্রিকার জসীম উদ্দিন, সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়তুর রহমান, দৈনিক খবরের আনোয়ার হোসেন প্রামাণিক, দি নিউ নেশনের মেহেরুন্নেসা, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, ভোরের দর্পণের ওবায়দুল ইসলাম মিয়া, নীলফামারী বার্তার এম ওমর ফারুক, বসুন্ধরা শুভসংঘের সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।