বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিষাক্ত সাপের চেয়েও ভয়ংকর, তবে বিএনপি সবসময় বিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির মধ্যে যারা এখনো বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছেন তা মঙ্গলজনক হবে না। ভিতরে ভিতরে যতই ষড়যন্ত্র করা হোক, বিএনপির শেকড় উপড়ে ফেলা যাবে না। গতকাল নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন সাধারণ রিকশা ও ভ্যানচালকরা। রিজভী আরও বলেন, আজকে যারা ছাত্র-জনতার বিজয়কে খন্ডিত করতে চাচ্ছেন, তাদের মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতা ঘোষকের দল। বিএনপি কোনো আঁতাতের দল নয়। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি।
মিডিয়া ক্যুর আশঙ্কা করে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার আন্দোলনে বিদায় নিয়েছে। তার রেখে যাওয়া গণমাধ্যমের মালিকরা এখনো দেশে বিরাজমান। আশঙ্কা করছি, সরকারের পতন হলেও মিডিয়া ক্যু হতে পারে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন প্রমুখ।