রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ছাত্র আন্দোলনে নিহত ৮০৯ জন

এমএসএফের তথ্য

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৮০৯ জন মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী-শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। গতকাল মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর আগস্টের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এমএসএফ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় আগস্টে নিহত হয়েছেন ৫৫৬ জনের বেশি। জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল আনুমানিক ২৫৩ জন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অপর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৬৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত আহত হয়েছেন ৩৩ হাজারেরও অধিক। প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতা-কর্মীদের নামে ২৬৮টি মামলা হয়েছে। যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হয়েছে ১০০টি মামলা। এর মধ্যে দুটি গণহত্যা, একটি গুমের, একটি অপহরণ এবং দুটি হত্যাচেষ্টা মামলা এবং বাকিগুলো হত্যা মামলা। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে। দায়েরকৃত মোট মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম আছে প্রায় ২৬ হাজার ২৬৪ জনের। একই সঙ্গে ‘অজ্ঞাতনামা’ আসামির সংখ্যা কমপক্ষে ১ লাখ ৬৮ হাজার ৫৫৫ জন। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতার ২৩টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ২০৪ জন। তাদের মধ্যে নয়জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন। সহিংসতার ২৩টি ঘটনার মধ্যে ১২টি ঘটনা ঘটেছে বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে, নয়টি বিএনপি-আওয়ামী লীগে, একটি আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব ও অপর একটি ঘটনা ঘটেছে জামায়াতের সঙ্গে বিএনপির। নিহতদের মধ্যে পাঁচজন বিএনপির আর তিনজন আওয়ামী লীগের কর্মী-সমর্থক। ৩৭টি                 জেলায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, মঠ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ১৪৮টি ঘটনা ঘটেছে। তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ১৪১টি ও সাতটি সহিংসতার ঘটনা ঘটেছে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয় নিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৩৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ১২৭টি কম। এ মাসে ধর্ষণের ঘটনা ১৯টি, সংঘবদ্ধ ধর্ষণ আটটি, ধর্ষণ ও হত্যা দুটি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে তিনজন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর