সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কুয়েটে শিক্ষক-কর্মচারীদের বেতন অনিশ্চিত

ভিসি প্রোভিসির পদ শূন্য আর্থিক ক্ষমতার ভার দেওয়া হয়নি কাউকে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি ও প্রোভিসির পদ শূন্য ও সংশ্লিষ্ট অন্য কাউকে আর্থিক ক্ষমতা না দেওয়ায় প্রতিষ্ঠানের প্রায় ১৪০০ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর আগস্ট মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতি মাসের শেষ সপ্তাহে কুয়েটে কর্মরতদের সেই মাসের বেতন প্রদান করা হলেও এবার আগস্ট মাসের বেতন এখনো ছাড় দেওয়া হয়নি। জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর কুয়েটের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রোভিসি প্রফেসর ড. সোবহান   মিয়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পরে ১২ আগস্ট তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্বরত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও আর্থিক কর্মকান্ড পরিচালনায় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এর মধ্যে ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আর্থিক কার্যক্রম পরিচালনায় ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে   বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা আপাতত বন্ধ রয়েছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখনো কাউকে আর্থিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব দেওয়া যায়নি। আমরা আরও সুষ্পষ্ট নির্দেশনার জন্য অপেক্ষা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর