দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ, নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবিতে গতকাল বাঞ্ছারামপুরের সাংবাদিক ও ছাত্রজনতা বিক্ষোভসহ মানববন্ধন করেছেন। তারা সরকারের কাছে সব সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের নিরাপত্তার নিশ্চিতে জোর দাবি জানান। এই বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মরত সাংবাদিক এম এ আউয়াল, শামিম শিবলী, রিপন মিয়া, জহিরুল হক, মোল্লা মো. নাছির, দিলীপ কুমার সূত্রধর, আতাউর রহমান সনেট, মীর মোশারফ হোসেন, শফিকুল ইসলাম, সুমন চক্রবর্তী, আশিকুর রহমান, মাহবুবুর রহমান বাবু, নাছির উদ্দিন, বাহারুল ইসলাম ও পলাশ সরকার।
মানববন্ধনে বাঞ্ছারামপুর সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস, যেখান থেকে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হচ্ছে। তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচার করতে হবে।