২১তম বর্ষপূর্তি উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান।বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. কুতুবউদ্দীন, ড. খন্দকার আফতাব হোসেন, আয়োজক কমিটির সদস্য-সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ।
ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে কুয়েট প্রকৌশল বিদ্যার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সুনাম অর্জন করছে এবং বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের স্বপ্ন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা হিসেবে রূপান্তরিত হয় এবং সর্বশেষ ২০০৩ সালে ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।