সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বেড়েছে বেশির ভাগ সূচক

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে বেশির ভাগ সূচক

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সবকটি মূল্যসূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের। দুই বাজারে মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১০০টি প্রতিষ্ঠানের। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ব্যাংক খাতের মাত্র ৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১টির। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৩ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ব্রিটিশ    আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৮৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এমজেএল বাংলাদেশের ৬৩ কোটি ৫১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৯৬ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর