সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন মাসুদ বিন মোমেনের বিদায়

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছেন। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগে পেয়েছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মো. জসীম উদ্দিন। আজ তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি হবেন বাংলাদেশের ২৬তম পররাষ্ট্র সচিব। জসীম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।  টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ  থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন জসীম উদ্দিন।

বাংলাদেশের ২৬তম পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেন দায়িত্ব নিয়েছিলেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। ২০২২ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২২ সালের নভেম্বরে তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে। জানা যায়, প্রজ্ঞাপন আজ জারি হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর