শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
ফয়জুল করীম

বৈষম্যবিরোধী আন্দোলন বৈষম্য দূর করার জন্য

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সব বৈষম্য দূর করার জন্য। সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য। এখন যদি পুনরায় বৈষম্য হয়, তাহলে ছাত্র-জনতা আবার আন্দোলন গড়ে তুলবে। গতকাল বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে কদমতলী গোল চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবনবাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় বারের মতো দেশ স্বাধীন করেছি। শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষায় রূপান্তর করে যোগ্য, দক্ষ জাতি গঠনে কাজ করতে হবে। চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজি বন্ধ করে সন্ত্রাসমুক্ত, জুলুমমুক্ত দেশ উপহার দিতে হবে। খুনিদের বিচার, পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। এ দেশ আমার। এ দেশ আপনার সবার তাই আগামী ইসলামী আন্দোলনের প্রার্থীকে নির্বাচিত করবেন। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।  জেলা সভাপতি আলহাজ হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখসহ জেলা, থানা ও পৌরসভার অন্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর