শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান ও মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন কমিটিতে দলটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মাওলানা আবদুল কাদির ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। সাবেক ও বর্তমান কমিটির আহ্বানে অনুষ্ঠিত এক কনভেনশনে দলের মজলিশে শুরা ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। রাজধানীর লালবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ কনভেনশন। এতে সভাপতিত্ব করেন কনভেনশনের অন্যতম আহ্বায়ক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। কনভেনশনে মজলিশে শুরা ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয় এবং নির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়।

পরে সংবিধানের অনুচ্ছেদ-১৪-এর (১) ধারা অনুযায়ী শুরা কমিটি ও উপস্থিত প্রতিনিধিদের সম্মতিক্রমে দলের চেয়ারম্যান এবং মহাসচিব নিযুক্ত হন যথাক্রমে মাওলানা আবদুল কাদির ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। প্রতিনিধিদের মধ্যে কনভেনশনে বক্তব্য দেন মাওলানা মুফতি আতিকুল্লাহ নরসিংদী, মাওলানা শামসুল হক কেরানীগঞ্জ, মাওলানা নুরুল হুদা ফেনী, ইঞ্জিনিয়ার শামসুল হক প্রমুখ। কনভেনশনে নবনির্বাচিত নির্বাহী কমিটির মধ্য থেকে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর