শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বানের প্রতিবাদ ভাসানী অনুসারী পরিষদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বানের প্রতিবাদ জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ। একে মহান স্বাধীনতার সোনালি অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে একইসঙ্গে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে এ অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিম। বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুল্লাহিল আমান আযমী বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের যে আহ্বান জানিয়েছেন, আমরা তার প্রতিবাদ জানাই। তার বক্তব্যে স্বাধীনতাবিরোধী চক্রটি উৎসাহিত হয়েছে।

 তবে আযমী সাহেব হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার। পিতৃপরিচয়ের কারণে একজন নাগরিকের ওপর এভাবে নির্যাতনকারীদের ঘৃণা এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। নির্যাতনের কারণে ‘মানসিক বিকারগ্রস্ত’ হয়ে তিনি জাতীয় সংগীত পরিবর্তনসহ কিছু বক্তব্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কটাক্ষ করেছেন। তার এ বক্তব্যে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। যাদের আশ্রয় ও প্রশ্রয়ে স্বাধীনতাবিরোধী চক্রটি আমাদের সোনালি অর্জনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না। একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। তারা আরও বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর