শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিএনপির রাজনীতি হবে তারুণ্যকে প্রাধান্য দিয়ে

আমীর খসরু মাহমুদ চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি

বিএনপির রাজনীতি হবে তারুণ্যকে প্রাধান্য দিয়ে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আগামীর রাজনীতি হবে দেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাক্সক্ষা, প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। মানুষের সমস্যা চিহ্নিত করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে।

গতকাল বিকালে খাগড়াছড়ি সদরের মুক্তমঞ্চ ও দীঘিনালার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় আমীর খসরু আরও বলেন, আমাদের দলে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের ঠাঁই নেই। যারা অপকর্ম করেছে তাদের বরখাস্ত করেছি। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

দীঘিনালার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। খাগড়াছড়িতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

 

সর্বশেষ খবর