শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নাফ নদে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা নাফ নদে কেওড়া গুলা আনতে গিয়েই ভরা জোয়ারের পানিতে ডুবে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে। লাশ দাফনের জন্য বাড়িতে নেওয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর রোজার ঘোনার আবুল হোছনের ছেলে মুহাম্মদ ওসমান (৮) এবং মুহাম্মদ জিসান (৬) মা-বাবাকে ফাঁকি দিয়ে নাফ নদে কেওড়া গুলা আনতে যায়। হ্নীলা হোয়াব্রাং ছৈয়দ নুর পাড়া ও হোয়াব্রাং পোস্টের মাঝামাঝি স্থানে তাদের পানিতে ডুবে যেতে দেখে পাশের লোকজন উদ্ধার করতে যান। ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষণের মধ্যে এক শিশু মৃত পেলেও ১০ মিনিট পর অন্য শিশুকেও মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা লাশের পরিচয় না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে মা-বাবা ও স্বজনরা এ শিশু সহোদরের লাশ শনাক্ত করে। এদিকে নিহত ওসমান রোজারঘোনার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে। জুমার নামাজের পর পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে দাফনের জন্য বাড়িতে নিয়ে যান।

 

 

 

সর্বশেষ খবর