শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

একাত্তরে মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই : রব

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ’৭১ সালের মার্চ মাসে স্বাধীনতার ইশতেহারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নামকরণ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ মৌলিক প্রশ্নের নিষ্পত্তি হয়ে গেছে। এসব নিয়ে বিতর্কের সুযোগ নেই। গতকাল রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতির বাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ও মহানগরের সংগঠকদের এক সভায় তিনি এসব কথা বলেন। আ স ম রব আরও বলেন, এসব মীমাংসিত বিষয়ের ওপর ভিত্তি করেই অগণিত আত্মত্যাগের বিনিময়ে ও রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হয়। এ নিয়ে অহেতুক বিতর্ক জাতীয় অনুভূতি ও মননে আঘাত করে। এসব অপ্রয়োজনীয় বিতর্ক তুলে ২০২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি ছাত্র-জনতা কোনোভাবে মেনে নেবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর ’৭১-এর জনআকাক্সক্ষার সঙ্গে ২৪-এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের আকাক্সক্ষার সেতুবন্ধনে নতুন বাংলাদেশের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

 কোনো অবস্থাতেই এর ব্যত্যয় হতে দেওয়া যাবে না।

সর্বশেষ খবর