শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

স্বাস্থ্যের ডিজির নিয়োগ বাতিলসহ ড্যাবের সাত দফা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নিয়োগ বাতিলসহ সাত দফা দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিএসএমএমইউ, স্বাস্থ্য অধিদপ্তরসহ অন্য সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্য, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অপসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। তিনি বলেন, নতুন সরকার গঠনের পর চিকিৎসক সমাজ আশা করেছিল বৈষম্যহীন নতুন স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের শুরুতেই আমরা দেখলাম ফ্যাসিবাদী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী বিগত সরকারের সুবিধাভোগী লোকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নিপসমের পরিচালক, আইপিএইচ-এর পরিচালক পদে পদায়ন করা হয়। স্বাস্থ্য খাতে সংস্কারকাজ অগ্রসর হয়নি। গত ১৬-১৭ বছর যারা দুর্নীতি করেছে, তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থান করেন ড্যাবের মহাসচিব মো. আবদুস সালাম। ড্যাবের সাত দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল, আন্দোলনের সময় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে অস্বীকার করা চিকিৎসকদের নিবন্ধন বাতিল, বঞ্চিতদের দ্রুত পদায়ন ও পদোন্নতি, স্বাস্থ্য খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সব ধরনের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন, হয়রানিমূলক বদলি বাতিল এবং স্বাস্থ্য সংস্কার কমিটি পুনর্গঠন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি দাবি যুক্তিসংগত। এই সাত দফা দাবি না মানলে চিকিৎসকেরা সারা দেশে আন্দোলন শুরু করবেন।

সর্বশেষ খবর