বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুই মীর গ্রুপ নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে কালুরঘাট শিল্প এলাকায় (বিসিক) চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে। গাড়ি উদ্ধার নিয়ে ঢাকাভিত্তিক মীর গ্রুপ ও চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঢাকাভিত্তিক মীর গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাভিত্তিক মীর গ্রুপ তথা মীর গ্রুপ অব কোম্পানির সঙ্গে চট্টগ্রামের মীর গ্রুপের কোনো সম্পর্ক নেই। ঢাকার মীর গ্রুপের প্রতিষ্ঠানগুলো শুধু দেশের নির্মাণ ও তথ্য প্রযুক্তি খাতে কাজ করে এবং ১৯৬০ সাল থেকে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। মীর গ্রুপের কিছু উল্লেখযোগ্য অঙ্গ-প্রতিষ্ঠান হলো মীর আক্তার হোসেন, মীর সিমেন্ট, মীর কনক্রিট ব্লক, মীর রিয়েল এস্টেট, মীর ইনফো সিস্টেমস। এছাড়াও রয়েছে বহু প্রতিষ্ঠিত অঙ্গ-প্রতিষ্ঠান যা দেশের ও দেশের বাইরে নির্মাণ এবং তথ্য প্রযুক্তি খাতে সময়ের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর