বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই অভিযোগ

♦ মাশরাফিসহ সাবেক এমপি ও পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা ♦ শাহে আলম ও তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে পৃথক অভিযোগ করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি গণহত্যার অভিযোগ জমা পড়ল।

২০১৩ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহানা পারভীন নামে এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল নড়াইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জন, পিরোজপুরে সাবেক পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য এবং রাজশাহীতে সাবেক দুই এমপি আবুল কালাম আজাদ ও এনামুল হকসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার এবং তার তিন ভাইসহ ১৪ নেতা-কর্মীদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর