শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রংপুর অঞ্চলে হুমকির মুখে কৃষি, নেতিবাচক প্রভাব

খরার ঝুঁকি, সেচে বাড়তি খরচ

নজরুল মৃধা, রংপুর

দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও রংপুর অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাচ্ছে না। ফলে খরার ঝুঁকিতে পড়েছে এ অঞ্চল। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় ফসলের চাষাবাদ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে আমনসহ অন্যান্য ফসল এখন পুরোপুরি সেচ নির্ভর হয়ে পড়েছে। অনেক স্থানে খেত ফেটে যেতে শুরু করেছে। অপরিকল্পিত সেচ যন্ত্র ব্যবহারের ফলে কৃষকদের বাড়তি খরচের পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যাচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৩৭৮ মিলিমিটার। সেখানে হয়েছে ২৮৮ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে ৯০ মিলিমিটার বৃষ্টি কম হয়েছে। সেপ্টেম্বর মাসের ১০ দিনের মধ্যে বৃষ্টি হয়েছে ছয় দিনে ৮২ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় কম। ফলে কমবৃষ্টির কারণে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কৃষি ক্ষেত্রে। তথ্য মতে, খরার ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। প্রচ গরমের কারণে ঘরে ঘরে সর্দি জ্বরসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে কাউনিয়া উপজেলার কৃষক তুহিন, আফজালসহ কয়েকজন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে আমন আবাদের মৌসুম চলছে। বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা সেচ দিয়ে জমির ফসল রক্ষার চেষ্টা করছেন। এতে কৃষকদের বাড়তি খরচ হচ্ছে। ফলে ধানের উৎপাদন খরচও বেড়ে যাবে। বৃষ্টিপাত না হওয়ায় আমনসহ অন্যান্য আবাদ পুরোপুরি সেচ নির্ভর হয়ে পড়েছে। পানির অভাবে অনেকস্থানে খেত ফেটে যেতে শুরু করেছে। রংপুর অঞ্চলে কয়েক লাখ সেচ যন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। ফলে পানিরস্তর নিচে নেমে গিয়ে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হচ্ছে। রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর