শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। গতকাল এফবিসিসিআইর প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মো. হাফিজুর রহমান এফবিসিসিআইর প্রশাসক নিযুক্ত হন। নবনিযুক্ত প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের মধ্যদিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে এফবিসিসিআইর দায়িত্ব তুলে দেওয়া হবে। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। আমার চেষ্টা থাকবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। এ জন্য সবার সহযোগিতা চাই। দ্রুত যেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্বভার তুলে দিতে পারি। এর আগে এফবিসিসিআইর সভাপতি পদ থকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। গত মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠান।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৩ সালের ২ আগস্ট এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর