শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে ‘শহীদ ফেলানী সড়কের নামফলক স্থাপন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ‘শহীদ ফেলানী সড়কের নামফলক স্থাপন

রাজধানীর নতুনবাজারের বাঁশতলায় ‘শহীদ ফেলানী সড়ক’ নামফলক স্থাপন করা হয়েছে। ‘পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক)’ নামের একটি সংগঠন গত সন্ধ্যায় এটি স্থাপন করে। এর অদূরেই রয়েছে ভারতীয় দূতাবাস।

সরেজমিন দেখা গেছে, গতকাল বিকাল ৩টা থেকেই নতুনবাজারের বাঁশতলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। বিকাল সাড়ে ৪টায় প্যাকের সদস্যরা ঘটনাস্থলে এসে নামফলক স্থাপনের চেষ্টা করেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেন। পুলিশ সদস্যরা প্রক্রিয়া মেনে সরকারের অনুমতি এনে সড়কের নামফলক স্থাপনের অনুরোধ জানান। কিন্তু প্যাকের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে নানা স্লোগান দিতে থাকেন। ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার বোন মরল কেন প্রশাসন জবাব দে’, ‘সীমান্তে লাশ কেন প্রশাসন জবাব দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান শোনা গেছে। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে এই নামফলক স্থাপন করেন তারা। পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের মুখপাত্র পরিচয় দিয়ে জাকি সুমন বলেন, সীমান্তে হত্যাকা থেমে নেই। এসব হত্যাকা বন্ধ করতে হবে। বিভিন্ন সময়ে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নাম ‘শহীদ ফেলানী সড়ক’ নামকরণ করলাম। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার রিয়াজুল হক বলেন, সড়কের নামফলক স্থাপনের জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী এসেছিলেন। আমরা তাদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসতে অনুরোধ করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর