সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহের মধ্যে

চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। আমরা আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছেন খুব শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। এটা সপ্তাহ খানেকের মধ্যে হতে পারে। গতকাল সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। তিনি আহতদের খোঁজ-খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি আজকে সিএমএইচে অপারেশন করে একজনের শরীর থেকে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল- এটা নিয়ে তৎকালীন সরকারকে জবাব দিতে হবে। পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল-সেগুলো নিয়েও প্রশ্ন আছে বলে উল্লেখ করেন। তিনি জানান, তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। এ সময় তিনি যাদের কাছে যা আলামত আছে, আহত ও নিহতের স্বজন আছেন সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য           আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর