সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সংসদ সচিবালয় ও স্বাস্থ্য শিক্ষায় নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয়সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব দিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে পাঁচজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারী। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নূরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।        

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর