বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আইসিসিবিতে কাল শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে কাল শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পর্যটনশিল্পে গতি ফেরাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান এবং পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, ঢাকায় মালদ্বীপ হাইকমিশনের থার্ড সেক্রেটারি আশিথ শামলা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ শামসুল করিম, টুরিস্ট পুলিশ বাংলাদেশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক ওলিভার লোরেক্স, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম হাকিম আলী, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম আরেফ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফিউজ্জামান, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) সভাপতি মো. খবির উদ্দিন আহমেদ, বিডি বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল ইকরাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আইএসসির জেনারেল সেক্রেটারি শহিদ হোসাইন শামীম, প্ল্যানিং বাংলাদেশ প্রজেক্ট করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. জিয়াউল হক হাওলাদার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ বুথের হেড অব ব্র্যান্ড রোজার ইবনে আজাদ।

মহিউদ্দিন হেলাল বলেন, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের সহযোগিতায় তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এ মেলা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

তিনি আরও বলেন, ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ মালদ্বীপ, চায়না, ফিলিপিন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নেবে। মেলায় থাকবে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজলাইনস, এয়ারলাইনস, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের অনেক প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর