শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নগদ টাকার সংকট কাটছে পাঁচ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

নগদ টাকার সংকট কাটছে পাঁচ ব্যাংকের

নগদ টাকার সংকটে থাকা পাঁচ ব্যাংককে অন্য ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ অনুমতি দেওয়া হয়েছে। এজন্য টাকা ধার দেওয়া ব্যাংককে ‘গ্যারান্টি দিচ্ছে’ কেন্দ্রীয় ব্যাংক। আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংককে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকেও তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে। যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে- সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এ বিষয়ে চুক্তি সইয়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংককে গতকাল চিঠি দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে। আগের পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর