শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কমছে না সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কমছে না সবজির দাম

চট্টগ্রামে কমছে না সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এসব নিত্যপণ্যের দাম। সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি হালি। গতকাল নগরীর চকবাজার, বহদ্দারহাট, কাজীর দেউড়ি কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ২৭০ টাকায়, ব্রয়লার ১৮০ টাকায়, দেশি মুরগি ৫৫০ টাকায়, দেশি হাঁস ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ছাড়াও প্রতি কেজি বেগুন ১০০ টাকায়, সিম ২০০ টাকায়, শসা ৬০-৮০ টাকায়, করলা ৮০ টাকায়, পটোল ৬০ টাকায়, ঢ্যাঁড়শ ৮০ টাকায় ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের শাক বিক্রি হচ্ছে বাড়তি দামে। লালশাক আঁটি ২০ টাকায়, পুঁইশাক ২৫ টাকা আঁটি ও কলমি শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ টাকায়। মাছের দামও বেড়েছে। রুই বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। বোয়াল ৩০০ টাকা কেজি দরে। বাজারে লাউ প্রতি পিস ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৭০ টাকা ও মাঝারি সাইজের লেবুর হালি ৫০ টাকা। প্রতি কেজি পিঁয়াজ ১১৫ থেকে ১২৫ টাকা, আলু ৬০ টাকা, আদা ৩০০ টাকা ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর