শিরোনাম
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কবি নজরুল স্মরণে ছায়ানট

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি নজরুল স্মরণে ছায়ানট

দ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম। গত ১২ ভাদ্র ছিল জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী। গানের সুর ও কবিতার শিল্পিত উচ্চারণে কবির মৃত্যুবার্ষিকী পালন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই আসর। একক ও সম্মেলক সংগীতের সঙ্গে আবৃত্তি দিয়ে সাজানো ছিল আয়োজন।

শুরুতেই সম্মেলক গানের পরিবেশনায় ছিল নজরুলগীতি ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম’ গানটি। এরপর একক গানের পরিবেশনায় স্বর্ণা নাগের কণ্ঠ সুরে ভেসে আসে ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’ গানটি। এ ছাড়াও অনুষ্ঠানে পর পর একক গানের পরিবেশনা নিয়ে মঞ্চে গেয়ে শোনান-আফরোজা খান মিতা ‘গগনে প্রলয় মেঘের মেলা’, প্রিয়ন্তী অধিকারী ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’, অনামিকা সরকার সোমা ‘কালো মেয়ের পায়ের তলায়’, মাকসুদুর রহমান মোহিত খান ‘তুমি বেণুকা বাজাও’, নাসিমা শাহীন ফ্যান্সী ‘যত নাহি পাই দেবতা তোমায়’, গার্গী ঘোষ ‘ভাইয়ের দোরে ভাই কেঁদে’, কানিজ হুসনা আহ্ম্মাদী সিমপী ‘আমি দ্বার খুলে আর’, ঐশ্বর্য সমদ্দার ‘মাগো চিন্ময়ী রূপ’, শ্রাবন্তী ধর ‘আমার বিফল পূজাঞ্জলি’, প্রিয়ন্ত দেব ‘অন্তরে তুমি আছ চিরদিন’ ও রেজাউল করিম ‘আমি যদি আরব হতাম’ গানগুলোর।

এতে ‘কান্ডারী হুঁশিয়ার’ কবিতাটি আবৃত্তি করেন আন্জুমান আরা পর্না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর