শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ কেন্দ্র এখন দর্শনীয় স্থান

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ কেন্দ্র এখন দর্শনীয় স্থান

কক্সবাজারের কুতুবদিয়ায় দেশের প্রথম পরীক্ষামূলক বায়ুবিদ্যুৎ প্রকল্পে নামমাত্র বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ হয়। তবে এটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বর্তমানে কেন্দ্রটি বন্ধ থাকলেও পাশের তাবলরচরের রাস্তাটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় স্থান। সন্ধ্যা হলে পর্যটকরা এখানে পরিবার নিয়ে ঘুরতে আসেন। ছবি কিংবা ভিডিও ধারণ করে আনন্দ পান। বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে ভিডিও ধারণ করে কেউ টিকটক করেন, আবার কেউ রিলস ভিডিও বানান। প্রতি বিশেষ দিন কিংবা বন্ধের দিন মানুষ এখানে পরিবার নিয়ে ঘুরতে আসেন। উপজেলার দর্শনীয় স্থান হিসেবে আলী আকবর ডেইল ইউনিয়নে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হয় ২০০৮ সালে। প্রাথমিক পর্যায়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্ট শুধু নামেই ছিল। ৫০টি পাখার সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ উপজেলা সদরে সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। অচল হয় নানা কারণে। শেষ পর্যন্ত এর উৎপাদন ক্ষমতা অনেকটাই নেমে আসে।

সর্বশেষ খবর