শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশের শাসনব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে। বাংলাদেশের সংবিধান সরকারপ্রধানকে অপরিসীম ক্ষমতা দেয়। এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতা অপব্যবহার করে দানবে পরিণত হয়ে যায়।

গতকাল পার্টির বনানীর কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দলের চেয়ারম্যান। জি এম কাদের বলেন, ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তবেই ভালো নির্বাচনের পর ভালো সরকার পাওয়া যাবে। দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন ইচ্ছে অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। সরকারের জবাবদিহি থাকবে সাধারণ মানুষের কাছে। সরকার যদি জনগণের ইচ্ছের বাইরে দেশ পরিচালনা করে, তাহলে পরবর্তী নির্বাচনে যেন সাধারণ জনগণই আবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে।

জাতীয় পার্টি সবসময় জনগণের ইচ্ছে অনুযায়ী রাজনীতি করেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২০১৪ সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। তখন আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটক করে। হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিই। তখন আমার নেতৃত্বে প্রায় ২৭০ জন জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ায়। মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপ দিয়ে আমাদের নেতাকে নিজস্ব রাজনীতি করতে বাধা দিয়েছিল আওয়ামী লীগ।

জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির নেতা মমতাজ উদ্দিন, ড. নুরুল আজহার শামীম প্রমুখ।

 

সর্বশেষ খবর