রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে পর্বতারোহী বিথীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে রিকশায় ধানমন্ডি ২৭ ওভারব্রিজ পার হওয়ার সময় এ হামলার শিকার হন তিনি। শায়লা বিথি প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডোলমা খাং পর্বত চূড়ায় পর্বতাহরণ করেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ চূড়ায় আহরণ করেন বিথী।  প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ২৭ ওভারব্রিজ পার হচ্ছিলেন শায়লা বিথী। এ সময় পেছন থেকে এসে হামলাকারীরা চুলের মুঠি ধরে তাকে বেধড়ক পেটানো শুরু করে। আঘাত করা হয় সারা শরীরে। এতে তার ঠোঁট ফুলে গেছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শায়লা বিথীর স্বামী কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তৈমুর ফারুক বলেন, এ ঘটনায় আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারা কী উদ্দেশ্যে আমার স্ত্রীর ওপর হামলা করেছে, তা পুলিশকে বের করতে হবে। দুপুরে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়।

সর্বশেষ খবর