শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেই

নজরুল মৃধা, রংপুর

নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেই

প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবার পালিত হয় আন্তর্জাতিক নদী দিবস। বর্তমানে উত্তরাঞ্চলসহ দেশের নদনদীগুলো যৌবন হারিয়ে বৃদ্ধ অবস্থায় এখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। যৌবনহারা এসব নদীকে বাঁচিয়ে রাখতে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। নদীগুলোকে বাঁচানো না গেলে একসময় দেশকে বাঁচানো সম্ভব হবে না। কারণ নদীকে ঘিরে একসময় গড়ে উঠেছিল প্রতিটি শহর, বন্দর, হাটবাজার ও গঞ্জ। সেগুলো এখন শুধুই স্মৃতি। জলবায়ু পরিবর্তন, দখল, দূষণসহ নানা কারণে নদনদীর অস্তিত্ব বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এসব নদী নিয়ে বিস্তর লেখা হলেও সমাধানের কোনো সুনির্দিষ্ট পথ খুঁজে পাওয়া যায়নি। নদী নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা না থাকায় বছরের পর বছর ধরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে খরা মৌসুমে তীব্র খরা আবার শীত মৌসুমে প্রচন্ড ঠান্ডার কারণে নদী স্বাভাবিক গতিতে চলতে পারছে না। বৃষ্টিপাত কম হওয়া ও খরা মৌসুমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। এ ছাড়া ভারতের একতরফা নদী শাসনের ফলে নদনদী, খাল-বিল পানিশূন্য হয়ে পড়েছে। প্রায় পাঁচ দশকে হারিয়ে গেছে কয়েক শ নদী ও হাজার হাজার খেয়াঘাট। এখনো শতাধিক নদী যৌবন হারিয়ে ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। দিনের পর দিন পলি পড়ে ভরাট হয়ে নাব্য ও গভীরতা হারাচ্ছে দেশের নদীগুলো। এসব তথ্য পাওয়া গেছে নদী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে।  রিভারাইন পিপলের পরিচালক ও নদীবিষয়ক গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের  অধ্যাপক  তুহিন ওয়াদুদ  বলেন,  নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর