মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জর্জ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মো. রনি নামে এক অটোরিকশাচালককে গুলি করে হত্যার মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল সাবেক এমপি জর্জকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকর্মকর্তা। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সেলিম আলতাফ জর্জের গত ১৮ সেপ্টেম্বর তিন দিন এবং ২১ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর ১টার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর