বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
ময়নাতদন্ত রিপোর্ট

অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোটাবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণ ও শকের কারণে হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে আসা আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। গত ১৬ জুলাই দুপুরে নিহত হন আবু সাঈদ। ওই দিন  রাত ১২টার দিকে আবু সাঈদের ময়নাতদন্ত করা হয়। এদিকে আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়িতদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত ও শাস্তির ধরন নির্ধারণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসপি জাকির হোসেন ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে  কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত  প্রয়োজন। এ ছাড়া আবু সাঈদের মামলার আইনজীবীরা বলছেন, আমরা ময়নাতদন্তের বিপোর্ট পর্যালোচনা করছি। কারণ ময়নাতদন্ত যখন করা হয় সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাই ময়নাতদন্তের প্রতিবেদনে কোনো অসংগতি রয়েছে কি না তা  পর্যবেক্ষণ করা হচ্ছে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর