বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডেঙ্গু আক্রান্ত ২৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭০১ জন, ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৩৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬৮ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ১১৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫৩ জন। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৮ জন, খুলনা বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে দুজন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৬০ জন, মারা গেছেন ৫৩ জন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর