বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
কুমিল্লায় আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা

সাবেক মন্ত্রীর বাসায় পরিকল্পনা

গান পাউডার আনেন আওয়ামী লীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনার পরিকল্পনা সভা সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গুলশানের বাসায় হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরিশালের সাবেক এমপি পংকজ দেবনাথ থেকে বাসে আগুন দেওয়ার গান পাউডার আনেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুন্নবী বাপ্পি। এ ছাড়া গুলশানের ওই সভায় উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তারা বিষয়টি গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করেন। তাদের পরিকল্পনায় আওয়ামী লীগের নেতা, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশ ও র‌্যাব গাড়িতে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেন। গতকাল কুমিল্লা আইনজীবী সমিতির লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, একটি অনলাইন টিভিতে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি এসব অভিযোগ করেছেন। ওই ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমিসহ বিএনপি জামায়াতের নেতাদের আসামি করা হয়। তখন প্রশাসন বাসে পেট্রল বোমার কথা বললেও সেটি মূলত গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর