বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক প্রতিমন্ত্রী রিমি ও ওসিসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি

সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ কাপাসিয়া থানার সাবেক দুই ওসি, জেল সুপার ও আওয়ামী লীগ নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত সোমবার মামলাটি করেন কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের প্রয়াত বিএনপি নেতা সফিউদ্দিন মাস্টারের ছেলে সোহেল রানা। তিনি মামলায় তার বাবা সফিউদ্দিন মাস্টারকে হত্যার অভিযোগ করেছেন। মামলাটি আমলে নিয়ে গাজীপুর আদালত কাপাসিয়া থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, কাপাসিয়া থানার সদ্য সাবেক ওসি আবু বকর মিয়া, সাবেক ওসি এ এফ এম নাসিম, একই থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, সাবেক উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন, গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করীম, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর