বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রাজশাহী মহানগরীতে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুষলধারে বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাজশাহী নগরীর নিম্নাঞ্চল। হাঁটুপানিতে ভাসছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। গতকাল সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে অনেক বাড়িঘরেও ঢুকেছে পানি। বিশেষ করে শহরের নিম্নাঞ্চলে কিছু কিছু ঘরবাড়িতে বৃষ্টির পানি ঢুকে গেছে। পদ্মা আবাসিক, তেরোখাদিয়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি থইথই করছে। নগরীর সড়ক ঘেঁষে থাকা ড্রেনের পয়োনিষ্কাশনের নোংরা আর বৃষ্টির পানিতে একাকার রাজপথ।

পানি নামতে না পারায় নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কেবল গতকালই নয়, রাজশাহীতে ৩০ মিনিট বৃষ্টি হলেই তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের রাস্তাটিতে অচলাবস্থার সৃষ্টি হয়। একই অবস্থা দেখা দেয় নগরীর বহরমপুরের রাস্তায়ও। দুই বছর ধরে কয়েক হাজার কোটির টাকার উন্নয়ন হলেও শহরের বিভিন্ন এলাকায় জলজট ও জলাবদ্ধতার নিরসন হয়নি আজও। তেরোখাদিয়ার আকবর হোসেন বলেন, ‘কয়দিন পর পরই বৃষ্টি ঝরছে উত্তরের এ নগরীতে। আর তাই জলজট নিয়েও দুর্ভোগ কাটছে না নগরবাসীর। এতে স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাত্রায় ছন্দপতন ঘটছে। বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি রূপ নিয়েছে জনদুর্ভোগে। আশ্বিনের এ টানা বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। পথঘাট ডুবে যাওয়ায় মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ হালকা ও ভারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পানির নিচে থাকা সড়কে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনাও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর