শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঝিমিয়ে পড়ে পুলিশ প্রশাসন। এরপর থেকে নগরে বেপরোয়া গতিতে চলছে এসব যানবাহন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আহমেদ বলেন, সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। পুলিশ সক্রিয়ভাবে যানবাহনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তৎপরতা আছে, আগামীতে তা আরও বেশি জোরদার হবে। জানা যায়, ৫ অগাস্ট পটপরিবর্তনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার সময় কিছু দিন ছাত্র-জনতা নিজেদের উদ্যোগে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেসময় অননুমোদিত এসব রিকশার মূল সড়কে চলাচলে বাধা দিতে তাদের আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু এরপর ধীরে ধীরে রাস্তায় ট্রাফিক পুলিশ নামলেও ব্যাটারিচালিত রিকশা চলছে। এসব অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টোপথে চলা, যেখানে-সেখানে হুটহাট রিকশা ঘোরানো সব মিলিয়ে রাস্তায় প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর