শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হবিগঞ্জে মুখোমুখি দুই পক্ষ, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উদযাপন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে রেলওয়ে পার্কিং এলাকায় ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেন। জানা যায়, সিরাতুন্নবী উদযাপন করতে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ ২৮ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় ইসলামিক সমাবেশের আয়োজন করে। অপরদিকে একই দিনে একই সময়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে ইসলামিক সমাবেশের আয়োজন করে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ। একই দিনে একই স্থানে দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষই অনড় অবস্থান নেয় যে কোনো মূল্যে তারা তাদের সমাবেশ করবেনই। অবস্থা বেগতিক দেখে (২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার) শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা রেলওয়ে পার্কিং এলাকায় ২৬ সেপ্টেম্বর দুপুর থেকে ২৯ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ ছাড়াও সব ধরনের সভা সমাবেশ ও নিষিদ্ধ করেন ওই এলাকায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর